বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিংয়ের (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) গুদামে অভিযান চালিয়ে সাত শতাধিক গ্যাস সিলিন্ডারের বোতল, ২টি মিনিট্রাক ও ১টি হাওয়া মেশিন জব্দ করেছে উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (১৯ মে) রাত ১১টার দিকে উপজেলার উত্তর হাশিমপুর সৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান সূত্র জানায়, উপজেলার হাশিমপুর ইউনিয়ন ২ নং বার্মা পাড়া ওয়ার্ডস্থ উত্তর হাশিম পুর পূর্ব সোয়দাবাদের অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডারে ক্রস ফিলিং করছে একটি চক্র। গোপন এমন সংবাদে সোমবার রাত ১১ টার দিকে অভিযানে যায় উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু টের পেয়ে তার আগে পালিয়ে যায় চক্রটি।
এ সময় ঘটনাস্থল থেকে ৭২০টি গ্যাস সিলিন্ডারের বোতল, ১টি হাওয়া মেশিন ও ২টি মিনিট্রাক এবং অবৈধ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত মালামালগুলো উপজেলা ভূমি অফিসে হস্তান্তর করা হয়।