সুনামগঞ্জের জগন্নাথপুরে খাদ্যগুদামে উচ্চমূল্যে কৃষকদের ধান বিক্রির ধুম পড়েছে। গত ২৪ এপ্রিল থেকে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে উচ্চমূল্যে ধান ক্রয় শুরু হয়েছে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এর মধ্যে ধান ক্রয়ে সরকারি বরাদ্দের তুলনায় ধান বিক্রি করতে আগ্রহী কৃষকদের সংখ্যা বেশি হওয়ায় দুইবার লটারি হয়েছে।
লটারিতে বিজয়ী কৃষকেরা জগন্নাথপুর সদর খাদ্যগুদাম ও রাণীগঞ্জ খাদ্যগুদামে ধান বিক্রি করতে রীতিমতো প্রতিযোগিতা করছেন।
(২১ মে) বুধবার দেখা যায়, সরকারি দুইটি খাদ্যগুদামে ধান সংগ্রহের ধুম চলছে। জগন্নাথপুর সদর খাদ্যগুদাম কর্মকর্তা শিবু ভূষণ পাল জানান, আমার গুদামে মোট ৮৭৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩০৪ মেট্রিকটন ধান সংগ্রহ হয়ে গেছে। বর্তমানে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে ব্যস্ত সময় পার করছি। রাণীগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা নিপম সুমের জানান, আমার গুদামে মোট ৪৮৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এ পর্যন্ত ২৪০ মেট্রিকটন সংগ্রহ হয়েছে। বাকি ধান সংগ্রহ কার্যক্রম চলছে। এ সময় গুদামে ধান বিক্রি করতে আশা কৃষক সুরুজ মিয়া বলেন, বাজারের তুলনায় বেশি দামে সরকারের কাছে ধান বিক্রি করতে পারায় অনেক খুশি হয়েছি।
জানাগেছে, এবার ১৪৪০ টাকা মণ দরে জনপ্রতি দেড়টন করে কৃষকদের কাছ বোরো ধান কিনছে সরকার। যা স্থানীয় হাট-বাজারে তুলনামূলক কমদামে বিক্রি হচ্ছে। তাই উচ্চমূল্যে সরকারের কাছে ধান বিক্রি করতে রীতিমতো প্রতিযোগিতা করছেন কৃষকেরা।