১৬ বছর ধরে কোটি তরুণ ভোটাধিকার থেকে বঞ্চিত — এবার আর বসে থাকলে চলবে না,এমন জোরালো বার্তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণদের ভোটাধিকার রক্ষা না করলে গণতন্ত্র বাঁচবে না। আর এই ভোটাধিকার রক্ষার সংগ্রামে তারুণ্যের সমাবেশ হবে টার্নিং পয়েন্ট।
তিনি আরও বলেন,বিএনপি জন্ম থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করছে। শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া তা শক্ত ভিত দিয়েছে। এখন তারেক রহমান সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে যেভাবে লড়ছেন, তাতে দেশের কোটি তরুণের আশা জড়িত।
২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে ছাতক থেকে শক্তিশালী অংশগ্রহণের ডাক দিয়ে তিনি বলেন,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে থাকতে হবে মাঠের ফ্রন্টলাইনে। এই সমাবেশ শুধু একটি জমায়েত নয়, এটি হবে ভোটাধিকার পুনরুদ্ধারের বিস্ফোরণ।
কর্মী সমাবেশে ছাতক উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জের কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভা প্রাণচঞ্চল পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে মিজান চৌধুরীর বক্তব্যে উঠে আসে স্বপ্ন, সংগ্রাম ও সাহসের স্পষ্ট বার্তা।
ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত থামবে না তারুণ্য তারুণ্যের সমাবেশ নয়, এটা গণতন্ত্রের বিস্ফোরণ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply