চট্টগ্রাম নগরীর উত্তর পাহাড়তলীর ঐতিহ্যবাহী নেছারিয়া কামিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে ২০২৫ ইং (শনিবার) দুপুরে নেছারিয়া কামিল মাদ্রাসা অফিস কক্ষে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের প্রার্থী, বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী, এফসি এর সভাপতিত্বে ও কমিটির সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
কমিটির সভায় নেছারিয়া কামিল মাদ্রাসার লেখা—পড়ার মান উন্নয়ন ও মাদ্রাসার সামগ্রীক উন্নয়ন বিষয়ে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আসলাম চৌধূরী বলেন, মাদ্রাসার শিক্ষকগণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর। তাদের সঠিক গাইডলাইন ও শিক্ষাদানের মাধ্যমে এ মাদ্রাসা থেকে রাষ্টের বড় বড় আলেম,হাফেজ সহ ইসলামী চিন্তাবিদ তৈরি হবে। এসময় নতুন সভাপতি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে মানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং তাঁর পক্ষ থেকে নেছারিয়া কামিল মাদ্রাসার সার্বিক উন্নয়নে নিরলস ভাবে পরিশ্রম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মুফতি ফয়েজ উল্লাহ,মাসুদ হাসান শাহ,অলি উল্লাহ, এ্যাডঃ নুরুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক,আবুল কারাহ মোঃ গোলাম মাওলা,শিক্ষক খালেদ মোশারফ,নুরুল বারী,মিজানুর রহমান, ছাত্রছাত্রীদের পক্ষে শহীদুল ইসলাম প্রমূখ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply