বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম বলেছেন, কৃষকেরা হচ্ছেন দেশের প্রাণ। কৃষকেরা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন। কৃষকেরা কঠোর শ্রম দিয়ে ফসল উৎপাদন করছেন বলেই আমরা খেতে পারছি। তিনি বলেন, সরকার অল্প কৃষি প্রণোদনা দিয়ে কৃষকদের উৎসাহ প্রদান করছে। যাতে কৃষকেরা জমি আবাদে আরো উদ্ধুদ্ধ হন। তিনি আরো বলেন, বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেশে বিষমুক্ত খাবার উৎপাদন ও বাজারজাতকরণ। তাই ফসলি জমিতে কীটনাশক সার ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।
(২৭ জুন ) শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও মাড়াই মেশিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের উপসচিব মাহমুদা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ।
সিলেট বিভাগীয় অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাজ মিয়া প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষি অফিসের আবদুল কাদির ও গীতাপাঠ করেন উজ্জল দেবনাথ।
এ সময় সুনামগঞ্জ জেলা কৃষি উপপরিচালক ওমর ফারুক, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কৃষকদের মাঝে ধান বীজ, সার ও মাড়াই মেশিন বিতরণ উদ্বোধন করেন। এর আগে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা হাওরে নির্মাণাধীন কৃষি ইন্সটিটিউট ভবন পরিদর্শন করেন।