সুনামগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি.নং-২৬২২) এর অর্ন্তভূক্ত জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। (২৮ জুন) শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে জগন্নাথপুর পৌরসভার হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
এর মধ্যে ২টি পদে ২ জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।
নির্বাচনে সভাপতি পদে জাহেদ আলী (চেয়ার) প্রতীকে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি ইদন মিয়া (আনারস) প্রতীকে ৬৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম (মোমবাতি) প্রতীকে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আলী রাজা (খেজুরগাছ) প্রতীকে ৬৪ ভোট পান। সহ-সভাপতি পদে ফারুক মিয়া (গরুরগাড়ি) প্রতীকে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সম্পাদক পদে সুলতান আলী (শাপলা ফুল) প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে হাসান আলী মামুন (মই) প্রতীকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া অর্থ সম্পাদক পদে নাছের গনি ও সদস্য পদে সুমন মিয়া বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply