চট্টগ্রাম সীতাকুণ্ডে বিভিন্ন পর্যাযে সরকারি - বেসরকারি কমিটি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সীতাকুণ্ড উপজেলা প্রানীসম্পদ হলরুমে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও ইলমা কর্তৃক আয়োজিত দিন ব্যাপী প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী উক্ত প্রশিক্ষনটি পরিচালনা করেন জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মজিবুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও মোছাঃ বিলকিস সুলতানা। এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আল কাইয়ুম চৌধুরী, মানব কল্যান সংস্থা প্রধান নির্বাহী আবদুল মোতালেব, মনিষা, প্রধান নির্বাহী আজমল হোসেন হিরো, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সঞ্জয় চৌধুরী প্রমুখ। উক্ত প্রশিক্ষনে সীতাকুণ্ড উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এই প্রশিক্ষনে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি,উপজেলা স্থায়ী কমিটি,ইউনিয়ন ওয়ার্ড সভা কমিটি,নারী শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধ কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের ধারনা প্রদান করা হয়। এই প্রশিক্ষনে সকল অংশগ্রহণ কারীগন প্রানবন্ত আলোচনায় অংশগ্রহণ করেন।