সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নারী নির্যাতন মামলায় এজারহারনামীয় আসামী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে তাহির মিয়া (৩০), পৃথক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী উপজেলার কুবাজপুর আহমদাবাদ গ্রামের হান্নান মিয়ার ছেলে ইমন মিয়া (২০) ও আরেক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী উপজেলার কবিরপুর গ্রামের লাল মিয়ার ছেলে অপু মিয়া (২৮)।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়ার নেতৃত্বে থানার এসআই সাকিব হোসেন, এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই লুৎফুর রহমান, এসআই রিফাত সিকদার ও এএসআই আলী আকবরসহ পুলিশদল পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের (২৯ জুন )রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply