চন্দনাইশে গুইসাপ সংরক্ষণের অপরাধে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে পাঁচটি গুইসাপ (মনিটর লিজার্ড) উদ্ধার করা হয়েছে। সাথে সাথে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় চন্দনাইশ উপজেলার সৈয়দ বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। বন বিভাগের বরগুনি বিট কর্মকর্তা রহমত আলীসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরাও সহযোগিতা করেন।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মং ওয়াই মারমার হেফাজত থেকে অবৈধভাবে গুইসাপ সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে। উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৪ (খ) ধারা অনুযায়ী মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ঘটনা নতুন নয়। বন বিভাগ ও প্রশাসন বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন।
অভিযানে চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, বন বিভাগের কর্মকর্তা, চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেছেন।