চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পাঠানিপুল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পিডিবির একটি বৈদ্যুতিক খুঁটি মাঝখানে ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে। এতে বিপদজনক হয়ে উঠেছে এলাকাটি। যেকোনো সময় খুঁটি ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, আলোকিত কনভেনশন হলের পাশে, পাঠানিপুল এলাকায় মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটিটা মাঝখানে ভেঙে পড়েছে।
স্থানীয়রা জানান, গত ২৫ মে বিকালে ৪ টার দিকে দোহাজারী পৌরসভার পাঠানিপুল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত লাগলে মাঝখানে ভেঙে পড়ে খুঁটিটি। ঝুকিপূর্ণ খুঁটিটা মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।
সিএনজি চালক মোহাম্মদ শাহ আলম বলেন, গত মাসে এই এলাকায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে, এতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটির মাঝখানের অংশ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে দোহাজারী পিডিবির সিনিয়র সহকারি পরিচালক মো: মেহেদি হাসান জিয়াদ জানান, কখন এই খুঁটিটা ভেঙে গেছে তা জানি না। আসা যাওয়ার পথে নজরে পড়েনি। খুঁটিটা কিভাবে ভেঙেছে তা সরেজমিনে দেখে তারপর পদক্ষেপ নেওয়া হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply