চট্টগ্রাম সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউপি চেয়ারম্যার মোঃ মনির নগরীর পাচঁলাইশ থানা পুলিশের হাতে আটক হয়েছেন।তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান আমাদের সময় প্রতিনিধি কে জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার মধ্যরাতে নগরীর পাঁচলাইশ আবাসিক এলকায় একটি বাসায় তল্লাশী চালিয়ে চেয়ারম্যান মনির আহমদ কে আটক করেছে। তাকে গ্রেফতার করতে বিএনপি,জামায়াতের জোড় দাবী ছিল।
পাচঁলাইশ থানার ওসি মোঃ সোলাইমান প্রতিনিধিকে জানায়,
চেয়ারম্যান মনির পাচঁলাইশ আবাসিক এলাকায় অবস্হান করছে সংবাদ পেয়ে সোমবার মধ্যরাতে অভিযান চালানো হয়,
কয়েকটি বাসা অভিযান চালানোর পর তাঁকে আটক করতে সক্ষম হই। আজ মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে,কোর্ট জেল হাজতে পাঠিয়েছে।
উল্লেখ্য,৫ ই আগষ্টের পর সীতাকুণ্ডের ৯ চেয়ারম্যান ও এক পৌর মেয়র আত্মগোপনে চলে যান,এরপর দুসপ্তাহ পর নগরীর কর্নেলহাট এলাকা থেকে বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান মোঃ ছাদাকাতউল্যাকে এলকাবাসী আটক করে পুলিশে দিয়েছিল,
কয়েকমাস জেল খেটে সে বরচতমানে জামিনে এসে আবারো আত্মগোগনে চলে গেছেন।অন্যান্য চেয়ারম্যানগনও বর্তমানে আত্মগোপনে আছেন।তাদের বিরুদ্ধে জুলাই আগষ্টে আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।