সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি এস এম ফোরকান আবু,সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী সুজাউদ্দীন, সদস্য সচিব তাওহীদুল হক চৌধুরী ও সদস্য সালেহ আহমদ সলু,হাফেজ আলী আকবর নির্বাচনের সার্বিক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন এবং সুষ্ঠ নির্বাচন উপহার দিতে সবার সহযোগীতা কামনা করেন।
এ সময় সদস্য সচিব তাওহীদুল হক চৌধুরী বলেন, বিগত সময়ে আহবায়ক কমিটি গঠন হওয়ার পর ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করার কথা থাকলেও তারা সঠিক সময়ে নির্বাচন আয়োজন করেনি।
এতে করে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় অনেক সমস্য সৃষ্টি হয়েছিল।
কিন্তু আমরা দায়িত্ব নেয়ার ৮৯ দিনের মধ্যেই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনর আয়োজন করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য যে, আগামী ১৯ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ ফোরকান আবু ( দৈনিক যুগান্তর), সাবেক সভাপতি এম হেদায়েত ( দৈনিক কর্ণফূলী) ,সৌমিত্র চক্রবর্তী (দৈনিক কালের কন্ঠ ও দৈনিক পূর্বকোণ), সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী ( দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ( দৈনিক নয়া দিগন্ত),সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ( দৈনিক মানবজমিন),অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল ( দৈনিক আজকের পত্রিকা) , শেখ সালাউদ্দীন ( দৈনিক আজাদী), সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস ( দৈনিক প্রথম আলো) ও কামরুল ইসলাম দুলু ( দৈনিক ভোরের দর্পণ ও সি- প্লাস টিভি)।