মাঠ পর্যায় কর্মরত স্বাস্থ্য সহকারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল উপস্থিতিতে সাধারণ সম্পাদক মো: মহিদুল ইসলাম বলেন, প্রাথমিক স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য সহকারীদের অবদান অপরিসীম হলেও তাদের নিয়োগ, পদোন্নতি ও গ্রেড নির্ধারণে দীর্ঘদিন ধরে চরম বৈষম্য শিকার হতে হচ্ছে। এসব বৈষম্য নিরসনের লক্ষ্যে ৬ দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা।
দাবি সমূহ- নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরুন, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সরকারি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্তীকরণ করতে হবে, বেতন স্কেলে উন্নতিকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পুনঃ নির্ধারীত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে, পূর্বের ইন সার্ভিস ডিপ্লোমা এস আই টি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক কে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসাবে গণ্য করে সরাসরি ১১ তম গ্রেড প্রদান করতে হবে।
সহ-সমন্বয়ক নৃপেন্দ্রনাথ রায় আরো বলেন, বৈষম্য দূরীকরণ সহ যদি এই যৌক্তিক দাবি সমূহ দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামীতে স্বাস্থ্য বিভাগের ইপিআই সহ মাঠ পর্যায়ের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply