সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিদিনঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামের ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দোসর,ভূমিদস্যু কামরুল হুদা ও বদরুল হুদার ইন্ধনে মোটা অংকের টাকার বিনিময়ে " এলাকার সুনামধন্য আলেম জাকারিয়া পরিবারের বিরুদ্ধে রাহুল রাহা কর্তৃক আয়ান শর্মার চট্টগ্রাম প্রতিদিন " পত্রিকায় অনলাইন ভার্সনে মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন কাল্পনিক সংবাদ প্রকাশ করে। এর প্রতিবাদে আজ রবিবার সকাল ১১ টায় মোঃ জাকারিয়া খালেদ ও এলাকার গন্যমান্য আলেমদের কে নিয়ে এক সংবাদ সম্মেলন করে কামরুল,বদরুল গংদের বিচার দাবী করেন।
সম্মেলনে জাকারিয়া খালেদ অভিযোগ করেন যে, ১৯৩৭ ও ১৯৬৭ সালে আমাদের ক্রয়কৃত বিএস-৩৬১ ও ১৯৩ দাগের জমি আমাদের খতিয়ান ভূক্ত দখলীয় জায়গা ভিডিও করে চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার অনলাইন ভার্সনে প্রচার করে। যা আমাদের আলেম পরিবারের মারাত্বক সুনামক্ষুন্ন হয়েছে।
তিনি বলেন আমার পিতা মরহুম হাফেজ আব্দুর রহিম প্রকাশ বুদরুল হাফেজ চট্টগ্রাম মুসাফির খানা জামে মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ৪০ বছর যাবত রমজানে খতম তারাবী পড়িয়েছেন,আমাদের ভাই,সন্তানগন বিভিন্ন মসজিদ মাদরাসা প্রতিষ্ঠাতা শিক্ষকতা ও ইমামের দায়িত্ব পালন করে আসছি।আমাদের পরিবারের মেয়েগুলোও কোরআনের হাফেজ।
চট্গ্রাম প্রতিদিন অনলাইন ভিডিও তে যেই জায়গাটি দেখিয়েছেন সেই জায়গাটি আমাদের দাদী ১৯৩১ ইং সালে ৬৭ নং কবলা মূলে ক্রয়কৃত প্রমানিত বিদায়, কামরুল,বদরুল হুদারা তাদের দাবী করে ২০০৫ সালে কোর্টে মামলা করেছিল,( মামলানং-১৮৮/২০০৫), মামলা তারা হেরে যান, পরে আপিল করেন আপিলে (১৮/০১/২০১৫, ৮৮৩) ও হেরে যান। তারা মামলা হেরে গিয়ে সন্ত্রাসীর পথ বেছে নিয়েছে,আমাদের বাড়ীতে কয়েকবার হামলা চালিয়েছে।বাড়ীঘর ভাংচুর, লুটতরাজ করেছে,আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।আমরা আলেম মানুষ মারামারি আমাদের পক্ষ সম্ভব নয়। আমরা তাদের অত্যাচার থেকে প্রতিকার চাই সাথে সাথে চট্টগ্রাম প্রতিদিন হলুদ সাংবাদিকতা ছেড়ে ন্যায় ও নির্যাতিত মানুষে পক্ষ কথা বলার দাবী জানাই।