জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:
চন্দনাইশে আজ ১৩ জুলাই সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হলো “তরুণদের দক্ষতা ও উন্নয়নের যাত্রা” শীর্ষক সেমিনার ২০২৫।
স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে এবং চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর সভাপতি মাকসুদুর রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ওমর ফারুক, তরুণ উদ্যোক্তা হাসান আলী, চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম এর উপদেষ্টা ও চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী,
চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ভূমি কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা,
চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, টিকে গ্রুপের ডিরেক্টর মোজাম্মেল হক,
সমাজসেবক কুতুব উদ্দিন।
প্রায় দুইশর অধিক স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা, কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা তরুণদের দক্ষতা অর্জন, আত্মউন্নয়ন এবং কর্মসংস্থানমুখী চিন্তাধারার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণে এই সেমিনারটি চন্দনাইশের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply