বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে চেয়ারম্যান মেম্বার দায়িত্বে নেই, সাধারণ মানুষ ভূগান্তিতে, এলাকাবাসীর মানববন্ধন শ্যামলী আইডিয়াল পলিটেকনিক শিক্ষার্থী সাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটাম বাড়বকুণ্ডে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী, স্ত্রীর প্রেমিক ও প্রেমিকের বন্ধুকে ফাঁসীর আদেশ সিলেট জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডের নুনাছড়ায় চুরি,ডাকাতি,মাদক পান ও বিক্রয় এর বিরুদ্ধে সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন সম্পন্ন, মমিনুর রশীদ সভাপতি ও কামরুল ইসলাম মহাসচিব নির্বাচিত। তরুণদের দক্ষতা ও উন্নয়নের যাত্রা শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত বার্মা কলোনি সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চন্দনাইশ উপজেলা জামায়াতের মিছিল।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Newsdeshy@gmail.com/Mmdidar7@gmail.com মোবাইলঃ 01714430261/01720834962 WhatsApp & Imo:01878518066/00966509665820 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বার্মা কলোনি সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬ ভিউ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে বার্মা কলোনী সড়কটি দিন দিন ছোট হয়ে আসছে। সামান্য বৃষ্টি হলেই কাদাযুক্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে উঠে। সংস্কারের অভাবে সড়কটি এখন অনেকটা অচল হয়ে পড়েছে। দেখলেই মনে হবে সড়ক নয়, যেন চাষের জমি। এ এলাকার বাসিন্দারা অতিকষ্টে দিনাতিপাত করছে। সরেজমিন দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে দোহাজারী রেলওয়ে কাচা বাজার পর্যন্ত অর্ধ কিলোমিটারের অধিক দোহাজারী বার্মা কলোনি সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারবিহীন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলে সড়কের মাটি কাদায় পরিণত হয়ে কদমাক্ত হয়ে পড়ে পুরো সড়ক। এ এলাকার বাসিন্দারা অতিকষ্টে বর্ষা মৌসুমে চলাচল করে থাকে।

সড়কটি উভয় পাশে বেদখলের ফলে দিন দিন ছোট হয়ে আসছে। বার্মা কলোনী এলাকায় লবণ মাঠ, তিনটি লাকড়ির মিল, একটি এতিমখানা ও মাদরাসা, ১০টির অধিক ফার্নিচার দোকান, ২টি রাইস মিল, ২টি সমিলসহ প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ এলাকায় প্রায় আড়াইশ পরিবারের সহস্রাধিক মানুষ বসবাস করে এবং এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। দীর্ঘ সময় ধরে সড়কটি সংস্কার না হওয়ার কারণে বর্ষা মৌসুম এলে দুর্ভোগে পড়তে হয় এ এলাকায় বসবাসকারী জনগণকে।

স্থানীয়দের দাবি কিছু অসাধু লোক সড়কের জায়গা দখল করে গাছের টুকরা, পরিত্যা জিনিসপত্র রেখে অনেকটা সড়কটি দখল করে রেখেছে। একই ওয়ার্ডের বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেছেন, বার্মা কলোনী এলাকাটি ঘনবসতি পূর্ণ। এখানে ৪৮০ জন ভোটার রয়েছে। প্রায় আড়াইশ পরিবার বসবাস করে। বিষয়টি মাথায় রেখে পৌরসভা কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

দোহাজারী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, বরাদ্দ পেলে সড়কটি যথাযথ সময়ে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »