কাইয়ুমম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার পৌর ১ নং ওয়ার্ড নুনাছড়া ও সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সর্বস্হরের জনগনের উদ্যোগে চুরি, ডাকাতি, সামাজিক শৃঙ্খলা, ইভটিজিং ও মাদক বেচা কেনা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে তরুন সমাজসেবক মোবারক হোসাইন জামশেদ ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান।
সোমবার ( ১৪ জুলাই) বিকাল ৫ টায় নুনাছড়া জলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সেলিম উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ কামাল উদ্দিন চৌধুরী,তরুন সমাজ সেবক আরিফ হোসেন জনি চৌধুরী, নুরুল ইসলাম, মোঃ নূরউদ্দিন, আমিনুল ইসলাম, সোলেমান সেলিম, ওহিদুল আলম আলমগীর, মোবারক হোসেন সহ আরো অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি ওসি মুজিবুর রহমান বলেন,সমাজে সুশৃঙ্খলা ফিরে আনতে প্রতিটি অভিবাবকদেরকে সচেতন হতে হবে,আপনাদের সন্তান বড় হলে তাদের প্রতি নজর রাখতে হবে,তারা লেখাপড়া শেষে কোথায় যায় এবং কার সাথে মিশে খবর রাখতে হবে।
চুরি,ডাকাতি,নেশা অভ্যস্হ, নেশা বিক্রেতা কারো সাথে মিশতে দেয়া যাবেনা।এসবে যারা জড়িত তাদেরকে চিক্রিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন, অথবা গোপনে তাদের নাম আমাদের কাছে দিবেন, আমরা সুযোগবুঝে গ্রেফতার করে আইনগত ব্যবস্হা নেবো। এতে আমাদের কোনো ছাড় নেই ও থাকবেনা।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply