সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম)
সীতাকুণ্ডের দক্ষিন মুরাদপুরে নিখোঁজের তিনদিন পর নয়ন দেবনাথের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহশপতিবার সকালে মুক্তা পুকুরপাড় একটি গাছের ঢালে লটকানো অবস্হায় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।লাশের গায়ে আঘাতের চিক্ত রয়েছে।সে স্হানীয় বাবুল দেবনাথের ছেলে।
এলাকাবাসী ও নিহতের বাবা বাবুল দেবনাথ আমাদের সময় কে জানায়,নয়ন দেবনাথ (২২) গত সোমবার থেকে নিখোঁজ, সে সেদিন সকাল কর্মস্হলে যাওয়ার পর আর বাড়ী ফিরে আসেনি। দুইদিন বাড়ী না ফেরায় তার বাবা সীতাকুণ্ড থানায় গত বুধবার একটি নিখোঁজ ডাইরী করেন।
এলাকাবাসীর সূত্রে আরো জানা যায়,নয়ন সীতাকুণ্ড প্রীতি ষ্টোরে সেলসম্যান হিসেবে কর্মরত ছিল।
গত কয়েকদিন ধরে তার কাছে স্হানীয় কিছু বখাটে চাঁদা দাবী করে আসছিল। নয়ন সোমরার কর্মস্হলে যাওয়ার সময় ঘর থেকে তার মায়ের কানের দুল নিয়ে গিয়েছিল বিক্রি করে সন্ত্রাসী বখাটেদের কে দেয়ার জন্য।এরপর আর সে বাড়ী ফিরেনি।
আজ বৃহশপতিবার সকাল ৯ টায় বাড়ী থেকে কিছু দূরে মুক্তা পুকুরপারে গাছের ডালে অর্ধ লটকানো অবস্হায় দেখতে পায়।
এলাকার নেশাখোরদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে হয়তো তথ্য বের হয়ে আসতে পারে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানায়,নয়ন দেবনাথের লাশ গাছে লটকানো দেখতে পেয়ে স্হানীয়রা খবর দিলে ঘটনাস্হলে পুলিশ পাঠাই,লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে।লাশের গায়ে কিছু আঘাতের চিক্ত দেখা গেছে।রিপোর্টের পর হত্যার আলামত জানা যাবে। এব্যাপারে একটি অপমৃত্যুর ডাইরী করা হয়েছে।পুলিশ অনুসন্ধান করছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply