জসিম উদ্দীন ফারুকী, বিশেষ (চট্টগ্রাম )প্রতিনিধি:
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিয়ে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে চন্দনাইশ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মকর্তা - কর্মচারী, গনমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।