জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন, চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।