কাইযুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সর্বস্তরের সচেতন নাগরিক, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নির্বাচিত (বিনাভোটে জয়লাভ করা) চেয়ারম্যানগণের অনিয়মিত ও ইচ্ছাকৃত অনুপস্থিতির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছি।
গত ০৫ আগস্ট ২০২৪ইং তারিখ থেকে অদ্যাবধি তারা নাগরিক সেবা প্রদানে সম্পূর্ণরূপে ব্যর্থ। ইউনিয়ন পরিষদসমূহে নাগরিকদের ন্যূনতম সেবা যেমন জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সনদ, ভিজিডি/ভিজিএফ চাল বিতরণ, সরকারি প্রকল্প বাস্তবায়ন, রাস্তা-ঘাটের মেরামত, পানীয় জলের সমস্যা সমাধান ইত্যাদি অচলাবস্থার মধ্যে পড়েছে। ফলে নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জনগন মনে করেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত) অনুযায়ী জনসেবা প্রদানে ব্যর্থ, অনুপস্থিত ও দায়িত্বহীন চেয়ারম্যানগণ জনগণের আস্থা হারিয়েছেন এবং তাঁদের অপসারণ এখন সময়ের দাবি।
জামায়াতে ইসলাম সীতাকুণ্ড উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদগুলো জনগনের সেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়ার জন্য সরকানের প্রতি জোর দাবী জানান।
মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃমিজানুর রহমান সভাপতিত্বে সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারী মোঃ তাহেরের পরিচালনায় আরো উপস্হিতি ছিলেন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলু,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেল,সীতাকুণ্ড উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন, সীতাকুণ্ড পৌর জামায়াতের হাফেজ আলী আকবর।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply