সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথায় মুরাদপুর মৌজার বিএস- ১৪৮১ নং খতিয়ানের -৭৬০৪ নং দাগের ১২ শতাংশ জায়গা, প্রায় কোটি টাকা মূল্যের জায়গা রাতের অন্ধকারে টিনশেড ঘর ভেঙ্গে দখলের চেস্টার অভিযোগ উঠেছে সীতাকুন্ডে সেবা পেট্রোল পাম্পের মালিক দিদারুল আলমের বিরুদ্ধে।
জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে ১২ শতাংশ জায়গা মুরাদপুরের বাসিন্দা আবুল হাসেমের পৈতৃক সূত্রে পাওয়া, সেই জায়গার ওপরে নজর পড়ে দিদারুল আলম গং-এর, তারা দীর্ঘদিন ধরে উক্ত জায়গায় দখল করার জন্য চেষ্টা করে আসছে। এমতাবস্থায় উক্ত দিদারুল আলমের পক্ষে কুমিরার কাজী পাড়াস্ত জমির দালাল ভুমি দস্যু জসিম মুরাদপুরের কিছু স্থানীয় চিন্হিত সন্ত্রাসীদেরকে ১৫ লক্ষ টাকা চুক্তিতে ভাড়া করে! উক্ত জায়গা দখল করার জন্য সন্ত্রাসীদেরকে অগ্রীম ৫ লক্ষ টাকাও প্রদান করেন বলে জানা যায়।
যার ফলে গত ১৫ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার রাতে ২০/৩০ জনের একদল সন্ত্রাসী এসে আবুল হাসেমের পৈতৃক জায়গায় থাকা টিনশেড ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়! এতে ভুক্তভোগী আবুল হাসেম এর প্রায় পাঁচ (০৫) লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানান। এমনকি আবুল হাসেমকে জমির দালাল জসিম এবং ভূমি দস্যু দিদারুল আলমের সন্ত্রাসীরা আরো বেশি জান মালের ক্ষয় ক্ষতি করার হুমকি দামকি দিয়েছেন বলেও ভুক্তভোগী আবুল হাসেম জানান। এ ব্যাপারে অভিযুক্তদের মোবাইলে ফোন করে জানতে চাইলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য: উক্ত জায়গা নিয়ে মাননীয় ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল, চট্টগ্রাম ( যুগ্ম জেলা জজ ১ম আদালত চট্টগ্রাম) এল.এস.টি মামলা নং-৯৩১৩/২৫ ( বি.এস খতিয়ান সংশোধনের মামলা চলছে বলেও জানান আবুল হাসেম।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply