মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর বিভিন্নস্থানে বাঁধ ভেঙ্গে বন্যায় ভাসছে বাড়িঘর। টানা বর্ষনের ফলে প্লাবিত হয়েছে বিস্তৃর্ণ এলাকা। উজাড় হয়ে গেছে বোরোধান, শাক-সবজিবাগান ও মাছের খামার।
কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের রহিমপুর ইউনিয়নের চাঁনপুর, কুশালপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও নারায়নপুরে বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ করে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত করছে। ধলাই নদীর আরও ৬টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে গত তিন’দিনের টানা বর্ষন ও উজানের পাহাড়ি ঢলে উপজেলার ২টি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
বন্যায় পাকা বোরো ধান, শাক-সবজির জমি ও মাছের খামার তলিয়ে গিয়ে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গ্রামীণ সড়ক ও ঘরবাড়ি তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল জানান, ধলাই নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply