শাহাদত হোসেন-
চট্টগ্রামের পটিয়ায় ৪ বছরের প্রেমিক হবু বর যৌতুক দাবি করায় মেহেদী অনুষ্ঠানের দিন রীমা আক্তার (২০) আত্মহত্যা করেছেন। মেহেদী অনুষ্ঠানের দিন বৃহস্পতিবার দুপুরে হবু বরের সঙ্গে ভিডিও কলে ঝগড়ার পর আত্মহত্যা করেন ওই তরুণী।
মৃত রীমা আক্তার (২০) উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হীরা তালুকদার বাড়ির বাচা মিয়ার কন্যা।
মৃতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে রিমার মেহেদী অনুষ্ঠান এবং শুক্রবার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছিল। হবু বর পারিবারিকভাবে কনের পরিবার থেকে বিয়ের খরচ ও যৌতুক নিলেও বিয়ের আগের দিন নানা অজুহাতে আরও যৌতুক দাবি করে। ওই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রীমা হবু স্বামীর সঙ্গে কথা বলার সময় বিবাদ হয় এবং হবু স্বামী যৌতুকের দাবিতে অনড় থাকে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক সত্ত্বেও যৌতুকের জন্য চাপ দেওয়ায় অপমানে রীমা আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে রেখে যান বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ব্যাংকার একই এলাকার মফিজুর রহমানের পুত্র মিজানুর রহমানের সঙ্গে রীমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। উভয়ের পরিবার পারিবারিকভাবে শুক্রবার বিয়ের তারিখ ঠিক করেন। বৃহস্পতিবার রাতে ছিল তাদের মেহেদী অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে রীমা ও মিজানুর রহমান মোরশেদ মোবাইলে ভিডিও কলে কথা বলে। এরপর ঘরের দরজা বন্ধ করে রীমা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীমা আত্মহত্যা করে।
রীমার ভাই আজগর হোসেন জানিয়েছেন, তার বোন পটিয়া সরকারি কলেজে অনার্সের ছাত্রী ছিল। সে ছিল মেধাবী। ছেলেপক্ষের আগ্রহে তারা বিয়েতে রাজি হন। যৌতুক হিসেবে হবু বরকে ফুল সেট ফার্নিচার, টিভি, ফ্রিজ এবং বিয়ের খরচ হিসেবে নগদ টাকা দাবি করে। উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও যৌতুক দাবি করায় তার বোন অপমানিত হয়ে রাগে আত্মহত্যা করে। মৃত্যুর আগে তার বোন সুইসাইড নোটে লোভী হবু বর সম্পর্কে অনেক কিছু লিখে রেখে যান।
পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, মেহেদী অনুষ্ঠানের দিন তরুণী আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply