দৈনিক দেশি নিউজ ডেস্ক:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান।
বুধবার (৩ জুলাই) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তবে এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান দুদকের এই আইনজীবী।
তিনি বলেন, বেনজীর-মতিউরের সম্পত্তির বিষয়ে খোঁজ নেয়া শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে।
এদিকে, দুদকের খোঁজখবরের মধ্যেই বেনজীর দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। অন্যদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের বিদেশযাত্রায় ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply