মেহেদী হাসান-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় টানা কয়েক দিনের বৃষ্টিতে পাহাড়ি উজানের ঢলে ভূরুঙ্গামারী দুধকুমার নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে উপজেলার শিলখুড়ি, তিলাই,ভূরুঙ্গামারী সদর,পাইকেছছরা, বঙ্গসোনাহাট,বলদিয়া, আন্ধারিঝাড় ইউনিয়নের গ্রামের নিছু অংশ গুলো প্লাবিত হওয়ায় খুবি কষ্টে জীবন যাপন করে যাচ্ছেন বন্যা কবলিত পরিবারের লোকজন। সংকেটে পড়েছে খাদ্য, খাবার পানি,ওষুধ গবাদি পশু নিয়েও রয়েছে দুশ্চিন্তা। উপজেলায় ৭ জুলাই বন্যা কবলিত পাইকেরছড়া ইউনিয়নের গছি ডাঙ্গা গ্রামের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম অনুষ্ঠিত হয়।গবাদি প্রাণিতে বিনামূল্যে চিকিৎসা দেয় (গোট পক্স) টিকা প্রয়োগ, চিকিৎসা সেবা, ( কৃমিনাশক,খাওয়ার স্যলাইন,রুচি বর্ধক, পাতলা পায়খানার ঔষধ) বিতরণ করা হয় ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply