মেহেদী হাসান অপূর্ব,
সিলেটের আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কে ঘনঘন সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা হ্রাস ও সড়ক দূর্ঘটনা স্থায়ীভাবে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে সালুটিকর বাজার সংলগ্ন আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিধান চন্দ, যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, সোহান দে, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামস উদ্দিন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী ফরিদ আহমদ, হাজী রফিক আহমদ, জফুর মিয়া, ইব্রাহিম আলী, জিয়াউল হক জিয়া, বিলাল উদ্দিন চৌধুরী, আলাজুর রহমান, সেলিম আহমদ, আরিফ মাহমুদ শাহীন, সাজু আহমদ প্রমুখ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply