মেহেদী হাসান অপূর্ব,
বুধবার (১০ জুলাই) পুলিশের বোম ডিজ্পজাল টিমের এডিসি (ডিবি) শাহারিয়ার আল মামুনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রাত সাড়ে ৮ টায় মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হয়। এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এর আগেএয়ারপোর্ট থানার সাহেবের বাজার থেকে মর্টার সেলটি (মডেল -৮২ এমএম) উদ্ধার করা হয়েছে। সেলটি এক সপ্তাহ আগে ছালিরমহল গ্রামের বিলাল মিয়া কমলাদিঘীর পাশে মাটি খুঁড়ে পেয়েছিলেন। মর্টার সেলটি পেয়ে বিলাল মিয়া তার বাড়িতে রাখেন। পরে সাহেবের বাজারে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হওয়ায়।
পরে বিষয়টি উপ-পুলিশ কমিশনার (উত্তর ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ আজবাহার আলী, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া ও সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারসহ অবগত হলে। এরপর বোম ডিসপোজাল টিমের সদস্যরা এসে এটি নিস্ক্রিয় করে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply