দেশি নিউজ অনলাইন-
আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে ফের বাংলা ব্লকেডের ঘোষণা দিলেন আন্দোলনকারীদের সমন্বয়ক। এই ঘোষণার মধ্য দিয়ে আজকের মত রাজপথ ত্যাগ করলো আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শাহবাগ চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এ ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের ফিরে যাওয়ার নির্দেশনা দেন।
আসিফ মাহমুদ বলেন, আজকে সারাদেশে ও ঢাকায় কোনো গাড়ির চাকা ঘুরতে দেওয়া হয়নি। আগামীকাল বিকাল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করবে। সাড়ে ৩টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে এ কর্মসূচির সূচনা করবো।
#RemoveQuota #AbolishQuota
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply