সিলেট মহানগর প্রতিনিধি:
সিলেটের জিন্দাবাজার ইদ্রিস মার্কেটে অবস্হিত রুপা এক্সপ্রেস কুরিয়ার সাভিসের বিরুদ্ধে গুরুতর চুরির অভিযোগ করেছেন এক ভুক্তভোগী,
গত ১৩/৭/২০২৪ ইং সিলেট কতোয়ালী মডেল থানায় সাধারন ডাইরী করেন অভিযোগ দেন যাহার নং ১২২১।
অভিযোগে সিলেট সিটি কর্পোরেশন এ কর্মরত অফিস সহায়ক হেলাল আহমদ (৪১) জানান, তিনি দীর্ঘ দিন ধরে রুপা এক্সপ্রেসের মাধ্যমে দেশের বাহিরে কানাডায় আমার পরিবারের জন্য জন্য কিছু মালপত্র দিলে তারা ৮ দিনের কথা বলে প্রায় মাস খানেক চলে যায়।এভাবে আমার সাথে তিনবার ঘটনা ঘটেছে তাছাড়া তারা পার্সেল বুকিং এর জন্য ও অতিরিক্ত টাকা নেয়। এরকম আরও বিশ্বস্ত সূত্র অনুযায়ী জানা যায় তাদের মাল চুরি করার রেকর্ড আছে এবং তারা এভাবে আরও অনেক মানুষকে হয়রানি করেছে এখানেই শেষ নয় তারা অন্যের অনেক জিনিস নিজের কাছে রেখে দেয় আর সব জিনিস পার্সেল করেনা।
যেমন : আনুমানিক তারা ১৫ কেজি মাল তাদের কাছে দিলে তারা ওজন অনুযায়ী মালের টাকা নিলেও সেই অনুযায়ী মাল না দিয়ে ,তারা মাল চুরি করে রেখে দেয়। আমি অনেকবার এইভাবে পাসেল কুরিয়ারের জন্য পাঠালে প্রতিবার আমাকে হয়রানির শিকার হতে হয়েছে।এই ব্যাপারে মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হলে উলঠো ভুক্তভোগিকে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। এই ব্যাপারে থানায় অভিযোগ দাখিল করার পরও এখনো আইন শৃঙ্খলা বাহিনী কোন সুরাহা করতে পারেনি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply