দেশি নিউজ-
১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থান সংহতকরণের পাশাপাশি ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্থগিতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার(১৩ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিঁয়াজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ কমিটির আয়োজনে এক সভায় সকল ছাত্র সংগঠন মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সভায় ছাত্রসমাজ(জাতীয় পার্টি) এবং ছাত্রলীগ (আওয়ামী লীগ) ছাড়া অন্যান্য সকল ছাত্র সংগঠন এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভা শেষে গণমাধ্যমকে জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানকে সুসংহত করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রলীগ ও ছাত্রসমাজ ছাড়া বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম অংশ গ্রহণ করেন। লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সমন্বয়ক মাহফুজ আলম, সদস্য নাসিরুদ্দিন পাটোয়ারী ও আরিফুল ইসলাম আদিব।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply