সন্দীপ সংবাদদাতা-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখা দেয়।এসময় প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা। এই সুযোগকে কাজে লাগিয়ে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় পৌরসভার ৪ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডে চালানো হয়েছে রাতের অন্ধকারে বসতঘরে হামলা ও লুটপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখল। এসব লুটপাট ও দখলের অভিযোগের উঠেছে সন্দ্বীপ আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা সাবেক মেয়র জাফরুল্লাহ টিটুর আস্থাভাজন সাবেক পৌরসভা ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও কথিত পৌরসভা যুবদল নেতা নাসির ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
গত (৫ আগস্ট) সোমবার গভীর রাতে সন্দ্বীপ পৌরসভার ৪ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডে সাধারণ মানুষের বসতঘরে হামলা ও লুটপাট চালায় নাসির কমিশনারের বাহিনী। জানাযায়, এর নেতৃত্বে ছিল নিজাম, শ্রেণী বাবলু,ভাগিনা মামুন, হোনা মাকসুদ, মাইক শিবলু, শামো, আবুলসহ ২০/৩০ জনের একটি গ্রুপ,। যাদের বসতঘরে হামলা লুটপাট হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানেও একই দিনে হামলা ও ভাঙচুর এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয় পৌরসভা ৯ নং ওয়ার্ড সাবেক কমিশনার নাসির। এ ছাড়া ৪ নং ওয়ার্ডে আরো কয়েকটি বাড়ি ঘরে হামলা ও লুটপাট চালায় তার সন্ত্রাসী বাহিনী।
এ বিষয়ে ভুক্তভোগী পৌরসভা ৪ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লুটপাটকারি সাবেক কমিশনার নাসির নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে গভীর রাতে আমাদের বসতঘর হামলা ও লুটপাট করে আমাদের মোটরসাইকেলটি নিয়ে যায়, ৯ নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে দুটি গরু নিয়ে যাওয়া হয়, আমরা মারধরের শিকার হয়েছি, এছাড়াও আমাদের পরিবারের মা বোনদের অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়েছে। একই দিনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের দখলে নিয়েছে। ভুক্তভোগীদের কাছে থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, সে সময় থানার কার্যক্রম বন্ধ ছিল, থানায় কোন পুলিশ ছিল না এবং যেভাবে নাসির ও তার বাহিনী রাস্তায় অস্ত্র সস্ত্র নিয়ে শোডাউন দিচ্ছে, আমরা ভয়ে কারো কাছে বলতে পারছি না এখন থানার কার্যক্রম চলছে আমরা অভিযোগ করতে গেলে আমাদের উপর হামলার করবে বলে হুমকি দিচ্ছে তারা। আমরা এ ধরনের হুমকিতে সন্দ্বীপে দায়িত্ব রত্ন নৌবাহিনী সাথে মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগ দিয়েছি এবং এ বিষয়ে সন্দ্বীপ থানা কার্যক্রম শুরু হওয়ার পর যোগাযোগ করলেই থানা আমাদেরকে অভিযোগ দিতে বলেন। তবে, আমরা হুমকির ভয়ে ঘর থেকে বের হতে পারছি না, প্রশাসনের কাছে আমাদের একটাই চাওয়া এই ধরনের সন্ত্রাসী দুষ্কৃতিকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক।
হামলা লুটপাট দখলের বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সরকার পতনের পর থেকে নাসির কমিশনারের নেতৃত্বে তার সাঙ্গোপাঙ্গোরা সন্ত্রাসী কায়দায় মানুষের ঘরবাড়ী হামলা লুটপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করে। এছাড়াও ব্যাক্তিগত বালি উত্তোলনের ব্যবসা দখল, সন্দ্বীপের পশ্চিমে ইলিশ মাছের ঘাট দখল, বাজার দখলসহ সরকারি পুকুর দখলে ব্যস্ত তার সন্ত্রাসী বাহিনী।গত ১৮শে আগস্ট রোববার পশ্চিমে ইলিশ ঘাটে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাছ ধরা জেলের সাথে কথা বলে জানা যায়, রোববার হরিশপুর রহমতপুর পৌরসভা নাসিরের নেতৃত্বে ৭০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এক সপ্তাহর চাঁদা নিতে ঘাটে আসে এবং জনপ্রতি ১৫০০ টাকা করে নিয়ে যায়, এই ৭০ জনকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক কমিশনার নাসির।
এইসব অভিযোগের সূত্র ধরে সন্দ্বীপ উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ সাথে কথা যোগাযোগ করলেই তারা বলেন, কমিশনার নাসিরের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে বিষয়টি আমরা অবগত তার এই কর্মকাণ্ড নিয়ে আমাদের দলীয় ফোরামে আলাপ আলোচনা চলছে শীঘ্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে, তারা আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলনা আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি তিনি সন্দ্বীপ আওয়ামীলীগ নেতৃবৃন্দর সাথে সুসম্পর্ক রেখে তার ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে রাজনীতিতে জড়িয়ে ছিলেন, আমরা কেন্দ্রীয় বিএনপির হাই কমান্ডকে তার বিষয়ে জানিয়েছি শীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।,
এই বিষয়ে সন্দ্বীপে দায়িত্বগত নৌবাহিনীর কমান্ডার আরিফের সাথে কথা বললেই তিনি বলেন, পৌরসভা ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির এর বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে আমাদের কাছে দুই একদিনের মধ্যে আমরা এ সকল অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেব।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply