এসএম শিবাঃ
মহান মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১ সেপ্টেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতি ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন – সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি আলহাজ¦ ডা. এম এ রকিব, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক এম এ মতিন, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ এস এম বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার চৌধুরী, সদস্য লুলু কামালী, সাহেদা বেগম, লুৎফুর রহমান কামালী আবু তাহের প্রমুখ। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বলেন, বঙ্গবীর ওসমানীর মতো ক্ষণজন্মা মানুষের মূল্যায়ন না করায় আজকে আমাদের দেশের এমন অবস্থা সৃষ্টি হয়েছে। যা কখনো পূরণ হওয়ার নয়। এই গুণী ব্যক্তির সঠিক দিক-নির্দেশনা মেনে নিয়ে রণাঙ্গণে মুক্তিযোদ্ধারা মাত্র ৯ মাস যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বঙ্গবীর ওসমানীকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নি। অবিলম্বে সরকারিভাবে বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী পালনের উদ্যোগ নিতে হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply