কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবস অথ্যাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ লিয়াজোঁ কমিটির যৌথ উদ্যোগে এক বিশাল জশনে জুলুস বের করা হয় ।
মাদাম বিবির হাট হযরত শাহ জাহানী শাহ ( রহ এর মাজার প্রাঙ্গণে জুলুছ রওয়ানা হওয়ার পূর্বে এক সমাবেশ ডঃ আল্লামা কামাল উদ্দীন আল আজহারী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব লায়ন মুহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা আবদুল আউয়াল , মৌলানা নিজাম উদ্দিন নোমানী, মৌলানা, ওমাইর রেজভী , মোবারক হোসেন সওদাগর, মৌলানা মুহাম্মদ আলী সিদ্দিকী , মৌলানা খোরশেদ আলম , মৌলানা নিজাম উদ্দিন, মৌলানা মজিব উদ্দীন, মৌলানা মন্জুর আলম, মৌলানা মুস্তাফিজুর রহমান,মৌলানা আলাউদ্দীন সহ আরও বহু আলেম- ওলামা এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ , বাংলাদেশ ইসলামী ফ্রন্ট , সুপ্রিম পার্টি এবং বিএনপি সহ আরও অন্যান্য সংগঠন – সংস্থার স্থানীয় নেতৃবৃন্দ,সাংবাদিক এবং বিভিন্ন দরবারের ভক্ত- মুরিদানসহ হাজার হাজার সুন্নী জনতা এ জুলুছে অংশ গ্রহণ করেছেন ।
অবশেষে বিএমএ গেইটস্থ টি এন্ড টি ময়দানে গিয়ে জুলুছ সমাপ্ত ঘোষণা করা হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply