কাইয়ুম চৌধুরীঃ
আজ ২৬ সেপ্টেম্বর , রোজ বৃহস্পতিবার ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী শীর্ষক আলোচনা সভা” ও সীরাত বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার “পুরস্কার বিতরণী অনুষ্ঠান”।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আল আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী। প্রধান আলোচক হিসেবে “রাসুল সাঃ এর আগমন ও আমাদের করণীয়” বিষয়ে আলোচনা রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত প্রফেসর ডঃ মঈন উদ্দীন আযহারী, বিশেষ অতিথি হিসেবে “وانك لعلى خلق عظيم” আয়াতের আলোকে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাদিস ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট দ্বায়ী জনাব শায়েখ সাইয়েদ নূর আযহারী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মুসলিম উদ্দিন ও নূরানী বিভাগের বিভাগীয় প্রধান জনাব শহিদুল ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক জনাব মাসুদুল আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতির সমাপনী আলোচনা পেশ করেন ফারুকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিবারের সুযোগ্য সন্তান , আল আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ শাহ নেওয়াজ হোসাইন আযহারী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব সাফওয়ান বিন হারুন আল আযহারী।
সীরাত বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে মেহমানরা পুরস্কার বিতরণ করেন। মীরসরাই উপজেলার মধ্যে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম ফারুকীয়ার যে সমস্ত শিক্ষার্থীরা গ্রাফিতি অংকন করে সবাইকে মুগ্ধ করেছেন তাদেরকে আল আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে মহামূল্যবান বই উপহার প্রদান করা হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply