এম মখলিছ খানঃ
বিয়ানীবাজার থানা এলাকায় গত ৫ আগস্ট গুলিতে নিহত তিনজনের মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনার থানায় দায়ের হওয়ার একটি মামলার তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, সপ্তাহ খানেক পূর্বে আদালত জেলা ম্যাজিস্ট্রেটকে মরদেহ উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের নিমিত্তে পরবর্তীর করণীয় পালন করার নির্দেশনা দেন। এখন অপেক্ষা ম্যাজিস্ট্রেট নিয়োগের।
জানা যায়, ৫ আগস্ট বিয়ানীবাজার থানা ভাংচুর, অগ্নি সংযোগ ও হামলা চলাকালে গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কলেজ শিক্ষার্থী রায়হান উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। তিনি পরিবারের সাথে পূর্ব নয়াগ্রামে ভাড়া বাসায় থাকতেন। অপর নিহত একই এলাকায় ময়নুল ইসলামকে টিএন্ডটি রোডে পৌরসভার কবরস্থানে দাফন করা হয় এবং মোল্লাপুর ইউনিয়নের কটুখালিপাড় এলাকার পারিবারিক কবরস্থানে নিহত তারেক আহমদের মরদেহ দাফন করা হয়েছে।
নিহত তারেক আহমদের মা ইছারুন নেছা গত ২০ আগস্ট বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২৬ আগস্ট নিহত রায়হান উদ্দিনের ভাই এবং ময়নুল ইসলামের স্ত্রী বিয়ানীবাজার থানায় পৃথক মামলা দায়ের করেন। এ সব মামলার আসামী সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ ৬ সাংবাদিক।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply