সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে বৃষ্টি উপক্ষো করে হাফিজ আব্দুল হান্নান পীরের জানাজায় হাজারো মানুষের ঢল দেখা দেয়। আজ শুকবার বিকেল ৫ ঘটিকার সময় নতুন বাজার (ধারন) জানাজার নামাজ অনুষ্টিত হয়। এতে নতুন বাজার (ধারন) কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী, ফুরকাঞ্চক হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আইন উদ্দিন, ধারন জামে মসজিদের ইমাম মাওলানা মনোওয়ার হোসেন ও এলাকার সর্বস্থরের মানুষ অংশগ্রহন করেন।
জানাজার নামাজে ইমামতি করেন মরুহুমের ভাতিজা সুমেল আহমদ, মোনাজাত পরিচালনা করেন কাকুরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর মো. আমিনুল এহসান। জানাজা পূর্ব পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমরে ভাতিজা ও ধারনবাজারস্থ্য মাদার কেয়ার কিন্টার গার্ডেন এর প্রিন্সিপাল সৈয়দ জোনেদ হোসেন।
উল্লেখ্য: গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় বড় সৈদেরগাঁও গ্রামের নিজ বাসভবনে দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন হাফিজ আব্দুল হান্নান পীর। স্থানীয় ও স্বজনরা তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যাওয়ার পথেই হাফিজ আব্দুল হান্নান পীর মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাফিজ আব্দুল হান্নান পীর বৃহস্পতিবার সুনামগঞ্জ কোর্টে যাওয়া কথা ছিল। তাই একজন সিএনজি গাড়ী চালককে আগে থেকে বলে রাখেন। সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় ওই সিএনজি চালক হাফিজ আব্দুল হান্নান পীরকে মুঠোঠোনে কল করে কখন আসবেন জানতে চান। এসময় সিএনজি চালককে হাফিজ আব্দুল হান্নান পীর বলেন নতুন বাজার (ধারন) হাইওয়ে রোডে অপেক্ষা করার জন্য। এর কিছুক্ষন পর ঐ বাসভবনে তদবির নিতে আসেন কয়েকজন। এসময় তারা একটি ছেলেকে বাসার ভিতরে গিয়ে ডাকতে বলেন। ছেলেটি বাসার বারান্দায় প্রবেশ করে হাফিজ আব্দুল হান্নান পীর এর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ দেথে চিৎকার করে। সুর চিৎকার শুনে আশ পাশের লোকজন ও হাফিজ আব্দুল হান্নান এর স্বজনরা এসে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যাওয়ার পথেই হাফিজ আব্দুল হান্নান মৃত্যুবরণ করেন।
হাফিজ আব্দুল হান্নান একজন পরহেজগার পীর মানুষ ছিলেন। এলাকার সকলের কাছে তিনি ছিলেন সমাদৃত।
এ দিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, ওসি তদন্ত রুহুল আমিন, এস আই আব্দুস সাত্তার ও সঙ্গীয় ফোর্স।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply