মেহেদী হাসান অপূর্বঃ
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ১২ বোর শটগান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে নগরীর পূর্ব পাঠানটুলার লন্ডনী রোড অগ্রণী-১৪২ নম্বর বাসার পাশ থেকে এটি অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চত করে করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে সিলেট নগরীর লন্ডনী রোড এলাকার বিভিন্ন স্থানে অভিযানকালে পূর্ব পাঠানটুলার লন্ডনী রোড অগ্রণী-১৪২ নম্বর বাসার দক্ষিণে সীমানা দেয়ালের পাশ থেকে পরিত্যক্ত সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা অবস্থায় কালো রঙের প্লাস্টিকের বাঁটযুক্ত একটি সক্রিয় ট্রিগারযুক্ত ১২ বোর (ডিবিবিএল) শটগান উদ্ধার করা হয়। যার বাঁটসহ দৈর্ঘ্য ৩ ফুট ০৯ ইঞ্চি এবং বাঁটের দৈর্ঘ্য ১৫.৫ ইঞ্চি। শটগানের বাঁটের বাঁদিকে কাগজের স্টিকারে ইংরেজিতে ম্যাভেরিক মেড ইন দ্য ইউএসএ এবং ওপেনিং লিভারের নিচে লোহার অংশে খোদাই করে টিআর ১২১০৩৪৯৬ লেখা রয়েছে
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply