কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালননা অংশ হিসেবে বাড়বকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম।
তিনি জানান সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫, ৫১ ধারা মতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে যথাক্রমে- মোঃ জাকির হোসেন ( মেসার্স জাকির স্টোর) ৫০০০/- টাকা,; মোঃ নাজিম উদ্দিন ( মেসার্স শহিদুল্লাহ স্টোর) ৫০০০/- টাকা, আব্দুল মান্না ( কাসেম ডিপার্টমেন্টাল স্টোর) ৩০০০/- টাকা, মোঃ রেজাউল করিম ২০০০/- টাকা; জয়নাল আবেদীন ৫০০/- টাকা,; মোঃ নুর সোলেমান ৫০০/- টাকা, দিদারুল আলম ৫০০/- টাকা,মোঃ হাছান ৫০০/- টাকা,; হাজী আব্দুল হক ৫০০০/-টাকা, আবুল খায়ের (মেসার্স মোহাম্মদিয়া স্টোর) ৫০০০/- টাকা,; সর্বমোট= ২৭,০০০ টাকা টাকা জরিমানা করা হয়।এতে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply