সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে নেট কানেকশন শ্লো করে ব্যাবসায়ীর বাড়িতে সন্ত্রাসী কর্তৃক হামলা চালিয়ে ঘরের দরজা জানালা ভাঙ্গচুর করে গোডাউনের তালা ভেঙ্গে অর্ধকোটি টাকার টাইলস লুট করে নিয়ে গেছে।
ব্যবসায়ী মুসলিম উদ্দিন জানায়,আজ শনিবার সকাল সাড়ে ৭টায় পৌরসদরের জেনারেল হাসপাতালের পিছনে জহা থাই ও টাইলস ব্যবসায়ী মোঃ মুসলিম উদ্দিনের ভাই মোঃ শহিদুল আলম ও তার শালা সন্ত্রাসী নুর সাফার নেতৃত্বে ৭০/৮০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে ব্যবসায়ী মুসলিমের বিল্ডিং এর ৩য় তলায় তার ঘরে ঢোকে ন্যাটের কানেকশন বন্ধ করে দেয়।যাতে কারো সাথে যোগাযোগ করতে না পারে।পরে তারা ঘরের দরজা জানালা ভাঙ্গচুর করে এবং দুইটি দামী মোবাইল ছিনিয়ে নিয়ে নেয়। তাছাড়া মুসলিমের পরিবারের সকলে ঘরের মধ্যে আটক করে রাখে।এরপর সন্ত্রাসীরা নিচে নেমে এসে বিল্ডিং এর সামনে তার গোডাউনের সামনে বারান্দার ওয়াল ভেঙ্গে ফেলে।সন্ত্রাসীরা গোডাউনের তালা ভেঙ্গে গোডাউনে থাকা প্রায় দেড় কোটি টাকার টাইলসের মধ্যে প্রায় অর্ধকোটি টাকার টাইসল নিয়ে যায়।তারা ধ্বংসযজ্ঞ চালায় সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টায় পর্যন্ত।সন্ত্রাসীদের হামলায় মুসলিমের দাঁত ভেঙ্গে যাওয়াসহ তার ঠোঁট ফেটে যায়।
এদিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্হলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং পুলিশ মুসলিমের পরিবারের মুসলিম,তার স্ত্রী ও দুই মেয়েকে আটক ঘর থেকে উদ্ধার করে।
অপরদিকে ব্যবসায়ী মুসলিম জানান,আমার ছোট ভাই শহিদুল আলম ও তার শ্যালক সন্ত্রাসী নুর সাফা নেতৃত্ব ভাঙ্গচুর যজ্ঞ ও আমার অর্ধ কোটি টাকার টাইলস ও দামী দুইটি মোবাইল লুট করে নিয়ে যায়।
এন্যাক্কার জনক ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা তাওহীদুল হক চৌধরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন,সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হবে এবং আমরা খবর পেয়ে মুসলিমদের ঘর থেকে উদ্ধার করি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply