সিলেট প্রতিনিধিঃ
সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকাগুলিতে -“উন্নয়ন ফিড কোম্পানির” খাদ্যের চাহিদা দিন,দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকায় পোল্ট্রি এবং মাছ,গরুর বেশ খামার গড়ে উঠেছে। সেই সাথে বিভিন্ন কোম্পানির সাথে পাল্লা দিয়ে “Unnoyan Feed Company” ব্র্যান্ডটিও খামারীদের মাঝে আস্থার জায়গা করে নিয়েছে। মূলত খাবারের মান ঠিক রাখা এবং সেই সাথে কারিগরি এবং কাস্টমার সার্ভিস নিশ্চিত করার কারণেই সিলেটের বিভিন্ন এলাকায় “Unnoyan Feed Company”-এর পরিধি বাড়ছে। সিলেটের বিভিন্ন এলাকার “উন্নয়ন ফিড কোম্পানি” -এর পরিবেশকরা এমন অনুভূতি ব্যক্ত করেন।
শনিবার (৯ নভেম্বর) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, রানীগঞ্জ বাজারে “মেসার্স আমায়রা ট্রেডার্স” উন্নয়ন ফিড কোম্পানির নতুন ডিলার পরিদর্শন করেন “উন্নয়ন ফিড কোম্পানির” (Rsm) মোঃ নিয়াজুল হক। এসময় উপস্থিত ছিলেন, “মেসার্স আমায়রা ট্রেডার্স” -এর স্বত্বাধিকারী মোঃ আবুল কাশেম, মোঃ শাহ নুজ।
উন্নয়ন ফিডের মান এবং উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন পরিবেশকরা। পরে পরিবেশকের “উন্নয়ন ফিড কোম্পানি”-এর প্রতিনিধির সাথে ব্যবসায়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।
ঐ এলাকায় কোম্পানির পরিবেশকরা বলেন, তাদের এলাকায় এই কোম্পানির পোল্ট্রি এবং মাছ,গরুর খাবারটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। আজ কোম্পানি আমাদের সকলের আস্থার জায়গাটি আরো বেড়ে গেল।
পরিবেশকদের মধ্যে “মেসার্স আমায়রা ট্রেডার্স” -এর স্বত্তাধিকারী মো: আবুল কাসেম এবং শাহনুজ বলেন, বিগত দিন যাবত তিনি তাদের এলাকার খামারে “উন্নয়ন ফিড কোম্পানি’-এর সফলতার সাথে ব্যবহার করছেন। এছাড়া তার এলাকার প্রায় সকল খামারীরা উন্নয়ন ফিড দোরগোড়ায় পেয়ে অত্যন্ত আনন্দিত।
প্রতিযোগিতামূলক বাজারে ফিডের মান এবং সেবা নিশ্চিতে “উন্নয়ন ফিড” মাঠ পর্যায়ে যে সেবা দিয়ে যাচ্ছে সেটি অব্যাহত রাখার অনুরোধ করেন, মদীনা বীজঘর, ইস্টান ট্রেডার্স ,অর্পা ট্রেডার্স ,অমি ট্রেডার্স ,মিন্টু ট্রেডার্স,প্রণয় ট্রেডার্স সহ সিলেট ও সুনামগঞ্জের সকল “উন্নয়ন ফিড কোম্পানি”-এর পরিবেশকরা। তারা “উন্নয়ন ফিড কোম্পানি”-এর প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply