সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড সদরস্হ সীতাকুণ্ড আলিয়া (কামিল) মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের ৭ দফা দাবীতে মাদ্রাসা প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেছে। তারা এসব দাবী অভিলম্বে বাস্তবায়নের দাবী জানান।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলকালে ছাত্রদের হাতে প্লেকার্ড এ দেখা যায়।, তাদের দাবি ১/ মাদরাসার ডাইনিং রুমে বিশুন্ধ পানির ব্যবস্হা ২/ খাবারের মান বৃদ্ধি ৩/ ছাত্র-ছাত্রীদের পৃথক ওয়াশ রুম ৪/ পাঠাগার সংস্কার ৫/ অসচ্ছল ছাত্র-ছাত্রীদের বেতন,পরিক্ষার ফিস সহনীয় ভাবে ধার্য করা ৬/ মাদ্রাসার সামনে থেকে ভাসমান দোকান উচ্ছেদ ও ৭/ মাদ্রাসার মালিকানাধীন সিকিউরসিটি ও মাদ্রাসার মার্কেট দোকানের সঠিক হিসাব নিকাশ দেওয়া। এবং অবৈধভাবে দোকান দখল, অবৈধ মার্কেট কমিটি বাতিল করা। তাদের সকল দাবিই যুক্তিক মনে করেন ছাত্র-ছাত্রী ও অভিবাবকগন। একটি শক্তিশালী সচ্ছ কমিটির মাধ্যমে এসব দাবী বাস্তবায়নের দাবি ও করেন ছাত্র-ছাত্রীরা।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply