বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশের শুচিয়ার পাঠানদন্ডী গ্রামের সার্বজনীন শ্রীশ্রী গোকুলেশ্বরী কালী বাড়ি পরিচালনা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২ মে) অনুষ্ঠানের প্রথমদিনে মঙ্গল আরতি, মঙ্গল শোভাযাত্রা, মায়ের পুনঃপ্রতিষ্ঠা কার্যক্রম, সমবেত গীতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গলদ্বীপ প্রজ্বলন এবং মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মঙ্গল আরতি, মহানামযজ্ঞ, শ্রীশ্রী গোকুলেশ্বরী মায়ের ও গোবিন্দ পূজা-অর্চনা করা হয়। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীশ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আশীষ কান্তি চৌধুরী, শ্রীশ্রী লোকনাথ মন্দির কালিয়াইশের প্রতিষ্ঠাতা সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ।
উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা কমিটির সভাপতি সমীরণ চৌধুরী, সাধারণ সম্পাদক অলক ভট্টাচার্য, পুরোহিত পুলক ভট্টাচার্য, সুমন দাশ, রাজীব সেন, শিক্ষক সলিল চক্রবর্ত্তী, লক্ষণ সদ্দার, দেবব্রত চৌধুরী তাপস, সমাজ সেবক উজ্জ্বল ধর।
রোববার (৪ মে) অনুষ্ঠানের সমাপনী দিনে নাম সংকীর্তনসহ নগর পরিক্রমার মাধ্যমে মহানামযজ্ঞ সম্পন্ন হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply