সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সাগরউপকূলে ৪ পর্যটক ক্যাম্পিং এ অবস্হানকালে মুখোশদারী একদল ছিন্তাইকারীর কবলে পড়ে টাকা পয়সা,মোবাইল খুইয়েছেন। তবে তারা অক্ষত থাকায় শুকরিয়াও আদায় করেছেন।
পর্যটক আইয়ান শাহরিয়ার অভিযোগ করেন, বাড়বকুণ্ড উপকূলীয় সমুদ্র সৈকত এলাকায় ক্যাম্পিং করেন তারা ৪ বন্ধু। সঙ্গে লোকাল গাইড ছিলেন রাকিব নামের এক ছেলে। মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় অন্ধকারের মধ্যে ছুরি, রাম-দা, চাইনিজ কুড়াল নিয়ে মুখ কাপড় দিয়ে ঢাকা চারজন ছিনতাইকারী তাদের জিম্মি করে ফেলেন। এসময় তারা সকলের মানিব্যাগ থেকে বের করে সব টাকা নিয়ে যায়। সাথে সকলের মোবাইল, পরে সকলের মোবাইল গুলো ফিরিয়ে দিলেও একজনের মোবাইল ফেরৎ দেয়নি।
পরদিন বুধবার বেলা ১১টার সময় লোকাল গাইড রাকিবকে ছিনতাইকারীদের ব্যাপারে খোঁজ নিতে বললে সে গড়িমসি করতে থাকে। এক পর্যায়ে বিষয়টি মহিউদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দার কাছে জানানো হলে, তিনি ওই এলাকার স্থানীয় মেম্বারের কাছে নিয়ে যান। সেখান থেকে বেরিয়ে তারা জানতে পারে, ছিনতাইয়কারীরা জড়িত লোকাল গাইড রাকিব তার চাচাতো ভাই। পরে মেম্বার ওই ছেলেদের খবর দিলে প্রায় ২ ঘণ্টা পর ছিনতাই হওয়া মোবাইলটি ফেরত দেয়।
এ বিষয়ে স্থানীয় মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ছেলেগুলো আমার কাছে এলে আমি খায়রুল্লাহ মেম্বারের কাছে নিয়ে যাই। এরপর তিনি মোবাইল উদ্ধার করে দেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনা তিনি অবগত নয়। এ সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না।
তবে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করতে বুধবার পরিষদে পর্যটন পুলিশ এসেছিল। তদন্ত করে নিয়ে গেছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply