বাংলা টিভি ৯ম বর্ষে পর্দাপণ উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার দুপুর ১২ টায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এর আয়োজন করেন বাংলা টিভির নওগাঁ প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমরুল কায়েস , সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি মোফাজ্জল হোসেন, যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি শফিক ছোটন, বরেন্দ্র রেডিওর অনুষ্ঠান প্রধান ও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক, সিনিয়র সাংবাদিক ও বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন দেশ নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান লিটন, দপ্তর সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন অপু, দৈনিক আজকালের খবর এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সিয়াম সিদ্দিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে , সফলতা কামনা করে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply