চট্টগ্রামের চন্দনাইশ থানায় অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি হয়।
প্রজ্ঞাপন অনুসারে, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারকে চন্দনাইশ থানায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামানকে পটিয়া থানায় বদলি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে পটিয়া থানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতিকে গ্রেপ্তার নিয়ে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দিনভর অবরোধে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ ঘটনার জেরেই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করে নেয়া হয়
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply