গত ৬ জুলাই ২০২৫ইং রোজ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব এর সুলতান আহমেদ হলে একটি মানবিক, অরাজনৈতিক,
জনকল্যাণমূলক, সুন্দর, সচেতন ও দায়িত্বশীল চন্দনাইশ গঠনের অভিপ্রায়ে “চন্দনাইশ সিভিল সোসাইটি (সিসিএস)” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করে। সমন্বয়ক ও সংগঠক তানভীর আহমদ সিদ্দীকি’র সঞ্চলনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন কর্মাস অব চেম্বারের সহ-সভাপতি এম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের পরিচালক এম এ হাশেম, চন্দনাইশ সিভিল সোসাইটি’র প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, সহ- সমন্বয়ক আসিফ রহমান, বাহাচ এর সহ সম্পাদক ও চন্দনাইশ সিভিল সোসাইটির সহ-সমন্বয়ক জমির উদ্দিন, শঙ্খতীর’র নির্বাহী সম্পাদক ও চন্দনাইশ সিভিল সোসাইটির মুখপাত্র মহিউদ্দীন কাদের, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সাজ্জাদ উদ্দীন, চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কন্সাল্টেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ, শাহাজাহান সাজু, আবদুল মান্নান, সরওয়ার কামাল, খান আইয়ুব প্রমুখ।
এতে চট্টগ্রাম মেট্টোপলিটন কর্মাস অব চেম্বারের সহ-সভাপতি এম মাহবুব চৌধুরী বলেন- আলোকিত সমাজ গঠন ও সরকারের পাশাপাশি স্থানীয় উন্নয়নে সামাজিক সংগঠন অন্যন্য ভূমিকা রাখে। বেকারত্ব দূরীকরণে চন্দনাইশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংগঠিত করে কারিগরি শিক্ষার আওতায় এনে প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মযোগী করে গড়ে তুলবে হবে এবং সচেতন নাগরিক সমাজ নির্মাণে চন্দনাইশ সিভিল সোসাইটি ভূমিকা রাখবে।
বক্তারা বলেন- চন্দনাইশ সিভিল সোসাইটি ( সিসিএস) এর ভিশন একটি সমৃদ্ধ, শিক্ষিত, পরিবেশবান্ধব ও ঐক্যবদ্ধ চন্দনাইশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিকের জীবনমান উন্নত এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা বলে জানান বক্তরা।
বক্তারা আরও বলেন, নবীন ও প্রবীণদের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে চন্দনাইশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখা। বেকারত্ব হ্রাস, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উদ্যোগ গ্রহণ করবে বলে জানান। চন্দনাইশ সিভিল সোসাইটি”।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply