কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে খাদা খন্দে ভরপুরে যানবাহন চলাচলে মারাত্বক ব্যাঘাত ঘটছে,ট্রাকগুলো দ্রুত চলতে গিয়ে খাদাতে পড়ে দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।সাথে ভয়াবহ যানজটে রুপ নিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ি দাড়িয়ে থাকতে দেখা যায়।
উপজেলার মহাসড়কের বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায়,গত কয়েকদিনে প্রবল বর্ষণের কারনে মহাসড়কে খাদা খন্দে বেহাল অবস্হা রুপ নেয়।ফলে ভারী যানবাহন চলেচলে মারাত্বক ব্যাঘাত ঘটে,ভারী ট্রাকগুলো অনেক সময় ইন্জিন বন্ধ হয়ে গাড়ী চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়ে থাকে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন আমাদের সময় কে জানায়, মহাসড়কে ভারী ট্রাকগুলো অকেজো হয়ে পড়রে বড় সমস্যা দেখা দেয়।ট্রাকটি সরাতে ক্রেন পাঠাতে হয়,যানজটের জন্য ক্রেনও যেতে পারেনা।রাতে হলে ছিনতাই,ডাকাতির ঘটনা যাহাতে না ঘটে পুলিশ বৃষ্টিতে ভিজেও যানজট নিরসনে কাজ করতে হয় মহাসড়কে। আজ শুক্রবার বৃষ্টি নেই,সড়ক ও জনপথের রোকজন খাদা খন্দ মেরামত করতে দেখা যাচ্ছে।
তিনি আরো জানান, বিভিন্ন ষ্টীল কারখানাগুলোর লোহা ওস্ক্যাপ বোঝাই লম্বা লম্বা লড়ি গড়ে প্রতি ৫ মিনিটে একটি চোখে পড়ে,এসব লড়িগুলো মহাসড়কের বেশী ক্ষতি করে বিশেষ করে বৃষ্টির সময়ে। যানজট,দূর্ঘটনা লেগেই থাকে।
সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলগন এক কর্মকর্তা জানায়, ভারী যানবাহনগুলো বেপোয়ারা চলাচলে খাদা খন্দ বেশী সৃষ্টি করে থাকে, বিশেষকরে বৃষ্টির সময়ে। বৃষ্টি বন্ধ হওয়ার সাথা সাথে মেরামতের কাজ আজ শুরু করেছি।দুদিন বৃষ্টি না হলে মেরামত মেষ করতে পারবো তবে ইট দিয়ে,বিটুমিন পাথর দিয়ে করবো বৃষ্টি বন্ধ হলে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply