কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
যতদিন পর্যন্ত এদেশে একটি নিরপেক্ষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত ফ্যাসিবাদ দূর হবে না বলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা কথা গুলো বলেছেন।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাবের সহ- সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীর স্বাগত বক্তব্যের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ তাহের,বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ,চট্টগ্রাম উত্তর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিবুল আবিদ,উপজেলা জামায়াতের মিডিয়া সমন্বয়কারী আবুল হোসেন,পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সবুজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইকরাম হোসেন জিহাদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সহ-সভাপতি খাইরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল প্রমূখ।
আলোচনা শেষে বিশেষ মেহমান যুবাইদিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির জুলাই আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন। তিনি নিহতদের শহীদি মর্যাদা দান করার আর্জি জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply